শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় টানা ৩ দিনের বৃষ্টিতে অালু চাষীদের ব্যাপক ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৮, ২০১৯
news-image

 

সাকিব অাল হেলাল।।
কুমিল্লার বিভিন্ন উপজেলায় গত তিনদিনের টানা বৃষ্টিতে অালু চাষীদের অালু উত্তোলনের ব্যাপক ক্ষতি হয়েছে।

গত সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাগর থেকে সৃষ্ট নিম্মচাপের ফলে থেমে থেমে বৃষ্টি হওয়ায় জমির অালু উত্তোলনে কৃষকদের ব্যাঘাত ঘটেছে। অসময়ে এমন লাগাতার বৃষ্টিতে হতাশ কুমিল্লার কৃষকরা।

এ সময় কুমিল্লার বিভিন্ন উপজেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়,জেলার বুড়িচং, বরুড়া,চান্দিনা,দেবিদ্বার ও হোমনা এলাকার কৃষকেরা বৃষ্টিতে ভিজে অালু উত্তোলনের কাজে ব্যাস্ত সময় পার করছে।এসব এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা বলেন,”বৃষ্টিতে অালুর জমি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা বেশি।তাছাড়া অালুর জমিতে পানি জমলে অালু পচে যাবে। তাই বৃষ্টিতে ভিজে অালু উত্তোলনের চেষ্টা করছি”।

এ দিকে অাবহাওয়া অফিস সূত্রে জানা যায়,সাগর থেকে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে এভাবে ধেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার বিকাল নাগাত বৃষ্টিপাত কমবে বলে তারা জানান।

জেলার কৃষি কর্মকর্তাগন জানান, “এ বছর অালুর ভালো ফলন হয়েছে।তবে টানা বর্ষনে অালু উত্তোলনে ব্যাঘাত ঘটলেও তেমন কোন বড় ধরনের সমস্যা হবে না”।

আর পড়তে পারেন