মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় জনজীবনে বুলবুলের প্রভাব

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শুক্রবার দুপুর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা। কেউ বন্ধ দোকানের ছাউনিতে, কেউ গাছের নিচে, আবার কেউ ছাতা নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন।

চাঁদপুর থেকে মেয়েকে নিয়ে এসেছেন আবদুল হাই। বাদুরতলা ফয়জুন্নেচ্ছো স্কুল কেন্দ্রে পরীক্ষা শেষে মেয়ে বের হবে, তাই বৃষ্টি মাথায় নিয়েই দাঁড়িয়ে আছেন তিনি। কারো হাতে ছাতা, মাথায় পলিথিন কেউ বা আবার কাকভেজা হয়ে সন্তানের অপেক্ষা করছেন।

বুলবুলের প্রভাব পড়েছে নগরীর ব্যস্ত জীবনেও। প্রাণকেন্দ্র কান্দিরপাড় এবং আশপাশের এলাকাগুলোতে দেখা গেছে, ফুটপাতে ফেরিওয়ালাদের হাঁকডাক নেই। দোকানপাটও সব বন্ধ। টাউন হলের ভেতরের চটপটি, হালিম, ফুচকা, চায়ের টং দোকানগুলোও পলিথিন দিয়ে মোড়ানো।

কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ইসমাইল হোসেন জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কুমিল্লায় ঝড়ো হাওয়া বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবারও অব্যাহত থাকতে পারে।

আর পড়তে পারেন