বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় কোচিং সেন্টার বন্ধে অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কোচিং সেন্টার একমাস বন্ধ রাখার সরকারি নির্দেশনা অমান্য করে চালু রাখায় কুমিল্লায় বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

অভিযানে কুমিল্লার নগরীর বিভিন্নস্থানে গড়ে ওঠা কয়েকটি কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে এলাহী এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, নির্দেশ না মেনে যারা এখনো কোচিং সেন্টার চালু রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলাম

তিনি আরও জানান, আগামী একমাস কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। তা মানা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য দেশের সব কোচিং সেন্টার টানা একমাস বন্ধের নির্দেশ দেয় সরকার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ নিষেধাজ্ঞা জারি করেন

আর পড়তে পারেন