মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ‘করোনা ভাইরাস রোগী শনাক্ত’ সারাদিন এমন গুজবে ফেসবুকে  তোলপাড়

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১০, ২০২০
news-image

 

সেলিম সজীব:
কুমিল্লার লাকসাম আর নাংগলকোটে  প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগি পাওয়া গেছে – এমন গুজব সংবাদ  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারাদিন কুমিল্লাবাসির মাঝে ব্যাপক উদ্বেগ দেখা যায়। যদিও পরে সিভিল সার্জন কার্যালয় বিষয়টিকে মিথ্যা বলেছে।

এইদিকে , কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে করোনা ভাইরাস সনাক্তে জেলা স্বাস্থ্য বিভাগ একটি তথ্য কেন্দ্র স্থাপন করেছে। এই বন্দর দিয়ে আসা-যাওয়া করা যাত্রীরা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে এই কেন্দ্রটি স্থাপন করা হয়। প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই তথ্য কেন্দ্র চালু থাকবে। কেন্দ্রটিতে একজন স্বাস্থ্য সহকারীর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এখানে কাজ করছে।

জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, হ্যান্ড থার্মাল স্ক্যানারের মাধ্যমে এই বন্দরে আসা যাওয়া করা যাত্রীদের করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রোগীদের যেসব উপসর্গ দেখা দেয় সেগুলো আছে কিনা তা পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা হয়। সন্দেহজনক কিছু মনে হলেই সিভিল সার্জনকে জানানোর নির্দেশনা দেয়া রয়েছে।

আর পড়তে পারেন