শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় এক স্বতন্ত্র প্রার্থীর হলফ নামায় ১০টির মধ্যে ৯টি মিথ্যা!

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কুমিল্লা-৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এক স্বতন্ত্র প্রার্থীর হলফ নামায় দশটি তথ্যর মধ্যে নয়টি তথ্যই মিথ্যা ছিলো। এ নিয়ে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসে বেশ হাস্যরস সৃষ্টি করে।

রোববার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বেলা সাড়ে বারটায় একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই- বাছাইয়ের সময় কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ইদ্রিসের হলফনামা যাচাই বাছাই শুরু করেন।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল ফজল মীর জানান, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ইদ্রিসের দশটি তথ্যর মধ্যে নয়টিই মিথ্যা।

পরে এ প্রার্থীর ব্যাপারে আইনশৃংখলা বাহিনী, অার্থিক প্রতিষ্ঠানসহ আর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপত্তি আছে কি না জানতে চান জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফজল মীর। এসময় উপস্থিত আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে বেশ হাস্যরসের সৃষ্টি করে।
যার হলফ নামায় দশটির মধ্য নয়টি মিথ্যা তার বিষয়ে আর কারো আপওি থাকার কি আছে।

আর পড়তে পারেন