শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আহত বাইসাইকেল চালকের চিকিৎসার ব্যয়ভার বহন করলেন এশিয়া ট্রান্সপোর্ট

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর কাশেমুল উলুম মাদ্রাসার সামনে এশিয়া ট্রান্সপোর্ট বাসের চাপাঁয় আহত বাইসাইকেল চালক খলিল উদ্দিন (৩২) এর  চিকিৎসার সমস্ত ব্যয় বহন করেছেন এশিয়া ট্রান্সপোর্ট  বাস কর্তৃপক্ষ।

শুক্রবার (৩১ জানুয়ারী) রাতে এ দুঘর্টনা ঘটে।

গুরুতর আহত খলিল উদ্দিনকে  প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ওই দিন রাতেই  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে। ৩ ফেব্রুয়ারি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র প্রদান করে। সন্ধ্যায় তাকে কুমিল্লায় আনা হয়। আহত খলিল এখন আশংকামুক্ত। তবে পুরোপুরি সুস্থ্য হতে আর কিছুদিন সময় লাগবে বলে চিকিৎসক জানিয়েছে।

হোম অফ এশিয়া  অফিসিয়াল গ্রুপ সূত্র জানায়, আহত খলিলের সমস্ত চিকিৎসা ব্যয়ভার বহন করেছে এশিয়া ট্রান্সপোর্ট বাস কর্তৃপক্ষ । পুরোপুরি সুস্থ্য হওয়া পর্যন্ত চিকিৎসার ব্যয় বহন করবে তারা।

আর পড়তে পারেন