শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অতিরিক্ত যাত্রী বহন করায় প্রাইম প্লাস বাসের কর্তৃপক্ষকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৫, ২০২০
news-image

 

শাহ ইমরান:

কুমিল্লায় বাসে অতিরিক্ত যাত্রী বহন ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় প্রাইম প্লাস বাসের কর্তৃপক্ষকে অর্থ জরিমানা করা হয়েছে।

শুক্রবার ( ৫ জুন) সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ দৈনিক আজকের কুমিল্লাকে জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী প্রাইম বাসের যাত্রীর অভিযোগের ভিত্তিতে কুমিল্লা আলেখারচর বিশ্বরোডে হাইওয়ে পুলিশের সহযোগীতায় বাসটিকে থামিয়ে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া রাখার কারনে বাসের কর্তৃপক্ষকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে নির্দেশনা দেয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ আরো বলেন, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

আর পড়তে পারেন