বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার হোমনার শীর্ষ মাদক ব্যবসায়ী লোকমান গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০২০
news-image

 

আতিক, হোমনাঃ

কুমিল্লার হোমনা থানার শীর্ষ মাদক ব্যবসায়ী লোকমান হোসেন (৩৬)কে ৫০০পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ এস পি) হোমনা সার্কেল মো. ফজলুল করিমের নেতৃত্ব বুধবার বিকেলে এস আই ইকবাল মনির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় তার দেহ তল্লাসি করে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। লোকমান হোসেন ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত হানু মিয়ার ছেলে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার( এএসপি) হোমনা সার্কেল মো. ফজলুল করিম জানান, লোকমান হোসেন ভাষানিয়া ইউনিয়নে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। কাশিপুরসহ হোমনা উপজেলায় নিজের মত করে নেটওয়ার্ক তৈরি করেছে।

টেকনাফ থেকে ইয়াবা চালান এনে ডিলারের মাধ্যমে হোমনা, মেঘনা, তিতাস আড়াইহাজার ও বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন জায়গায় পাচার করতো।

তার নামে হোমনা ও মেঘনা থানায় একাধিক মাদক ও ডাকাতির মামলা আছে।

সে দীর্ঘদিন নিজে ধরাছোঁয়ার বাইরে থেকে এলাকার অনেক তরুণদেরকে দিয়ে এ ব্যবসা চালিয়ে আসছিল।

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বুধবার বিকেলে ভাষানিয়া ইউনিয়নের কাশীপুর বাজার থেকে ৫০০পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন