শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার লাকসামে কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩০, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো: আবুল খায়ের।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মো: রফিকুল ইসলাম হিরা, পৌর প্যানেল মেয়র-২ মো: আব্দুল আলীম দিদার, উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা টিমের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আলী, ডা. আব্দুল মতিন, পুলিশের প্রতিনিধি এস আই জাহাঙ্গীর আলমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও বিভিন্ন ইউনিটের স্বাস্থ্য কর্মী।

উল্লেখ্য এখন থেকে করোনা উপসর্গ দেখা দিলে যে কোন ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ বুথে সরকারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত ফি পরিশোধ করে নমুনা দিতে পারবেন। লাকসাম সরকারি হাসপাতালে সরাসরি এসে ২০০ টাকা এবং বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

লাকসাম কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুুথটি লাকসাম পৌরসভার সৌজন্যে নির্মিত করা হয়েছে বলে পৌর মেয়র বিষয়টি নিশ্চিত করেন।

আর পড়তে পারেন