শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার লাকসামে আজ ৬ জন আক্রান্ত, করোনা উপসর্গ নিয়ে মৃত শংকরের রিপোর্ট নেগেটিভ

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে আজ বৃহস্পতিবার (২৮ মে) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।

আজকের প্রাপ্ত রিপোর্টে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সনাতন ধর্মাবলম্বী শংকর চন্দ্র সরকারের (৬৫) করোনা রিপার্ট নেগেটিভ এসেছে।

আজ বৃহস্পতিবার (২৮ মে) করোনায় আক্রান্ত হয়েছে ফার্মাসিস্টের স্ত্রী, ২ কন্যা ও মাসুমের স্ত্রী এবং তার ২ বোনসহ মোট ৬ জন।

জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শংকর চন্দ্র সরকার (৬৫) পরিবারের সাথে ব্যবসায়ি সাইফুলের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। গত ২৫ মে সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করলে প্রশাসন ও করোনা রেন্সপন্স টিম নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায় এবং ওই বাড়ি লকডাউন করে পরিবারের সদস্যদের হোম কায়ারেটাইনে থাকতে বলেন।

আজ প্রাপ্ত রিপোর্টে ওই বৃদ্ধের করোনা নেগেটিভ আসলে লকডাউন প্রত্যাহার করা হয়।এতে করে ব্যবসায়ি সাইফুল ইসলামের বিল্ডিংয়ে কেটেছে করোনা আতঙ্ক৷

লাকসাম উপজেলা র‍্যাপিড টিম প্রধান ডাঃ আবদুল আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা সামাজিকভাবে সংক্রমণ হয়ে গেছে। এখন স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করবে।

আর পড়তে পারেন