শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার মেঘনায় জমির বিরোধের জেরে মারধরে একজন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১২, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার মেঘনা উপজেলায়  জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় গোলাম মহিউদ্দিন (৬০) নামের একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মহিউদ্দিন ওই গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে।

পুলিশ  ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামের হাফেজ মিয়ার ছেলে লুৎফুর রহমানের সাথে তার চাচাতো ভাই শাহাবুদ্দিন মিয়ার জমির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার এই জায়গা পরিমাপের জন্য দিন নির্ধারণ করা হয়। জায়গা মাপার এক পর্যায়ে লুৎফর রহমানের সাথে শাহাবুদ্দিন ও মহিউদ্দিনের কথা কাটাকাটির সময় লুৎফুর রহমানের ভাই ও ভাতিঝারা মহিউদ্দিন ও তার ভাই ভাতিজাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় গোলাম মহিউদ্দিনকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার ঘটনায় পুলিশ লুৎফুর রহমানের প্রাইভেটকার ও চালক ইসরাফিল আলীসহ ৩ জনকে আটক করেছে।

মেঘনা থানার ওসি আব্দুল মজিদ জানান, পারিবারিক বিরোধ ও জমি পরিমাপের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। এ সময় মহিউদ্দিন নামের একজন নিহত হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

আর পড়তে পারেন