শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বুড়িচং থানার ওসি আকুল চন্দ্রকে প্রত্যাহার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৭, ২০১৯
news-image

 

আসন্ন কুমিল্লা উপজেলা নির্বাচনে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে উপজেলা নির্বাচনের কার্যক্রম থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থী-বিদ্রোহী প্রার্থী নিয়ে টান টান উত্তেজনার মধ্যে ভোটের মাত্র চারদিন পূর্বে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে ২৭ মার্চ এর মধ্যে বুড়িচং থানা থেকে অপসারণের জন্য নির্বাচন কমিশনালয় থেকে আইজিপি বরাবর চিঠি দিয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করেন নির্বাচন কমিশন অফিস সূত্র।

স্থানীয়ভাবে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা বুড়িচং উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগ থেকে নৌকা প্রতীকে আহবায়ক আবুল হাসেম খান প্রার্থী। একই পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আখলাক হায়দার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ অবস্থায় দু’প্রার্থীর নেতা-কর্মীদের মাঝে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এদিকে নির্বাচনে আ’লীগের বিরুদ্ধে এবং নৌকার প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় আ’লীগ দলীয় প্রার্থী আবুল হাসেম খান প্রায় এক সপ্তাহ আগে ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন থেকে সহকারী সচিব নুর-নাহার ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের মহাপরিদর্শক বরাবরে পাঠানো হয়। যাতে বুধবার (২৭ মার্চ) এর মধ্যে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে (রাত ১০টায়) বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আমি এ পর্যন্ত অফিসিয়ালী কোন চিঠি পাইনি।

কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মাহাবুব মোর্শেদ বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন