শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বিভিন্ন সীমান্ত থেকে ২৮ লক্ষ টাকার মাদকসহ চোরাই মালামাল আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ২৮ লক্ষ টাকার মাদকসহ চোরাই মালামাল আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শনিবার (১৫ সেপ্টেম্বর) ১০ বিজিবির অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনাকালে ভারতীয় ৮ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য ২৪ লক্ষ টাকা), ২৯ বোতল মদ (মূল্য সাড়ে ৪৩ হাজার টাকা), ১১৬ বোতল ফেন্সিডিল (মূল্য ৪৬ হাজার ৪ শত টাকা), ২ বোতল বিয়ার (১ হাজার ৭৫০ টাকা), ৮ টি শাড়ি (মূল্য ৪০ হাজার টাকা), ১৩৬ টি কসমেটিক্স সামগ্রী (২২ হাজার ৮ শত টাকা), ৩৫০ প্যাকেট বিস্কুট (মূল্য সাড়ে ১৫ হাজার টাকা), ১৪০ বোতল আমলকুল দুধ (৭ হাজার টাকা), ২ হাজার পিস ইনো (৪০ হাজার টাকা) এবং ১ টি মোটর সাইকেল (২ লক্ষ টাকা) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৮ লক্ষ ১৬ হাজার ৯৫০ টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

আর পড়তে পারেন