বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বরুড়া উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৪, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়া উপজেলাকে মঙ্গলবার বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজিত সভায় এ ঘোষণা দেন উপজেলা ইউএনও।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বরুড়া থানা ওসি আজম উদ্দিন মাহমুদ।

সভায় বক্তারা বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে সামাজিক দুর্বলতা বাল্য বিবাহ রোধ করতে হবে। বাল্য বিয়েকে প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সুশীল ব্যক্তি এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসতে হবে।

আর পড়তে পারেন