বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার নির্বাচন কোনো চ্যালেঞ্জ মনে করছি না-সিইসি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৫, ২০১৭
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বিগত কিছু সময়ে কোথাও কোথাও গণতন্ত্র কিছুটা বিঘিœত হয়েছে। তাই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠভাবে স¤পন্ন করে কুমিল্লা থেকেই পরিপূর্ণ গণতন্ত্রের যাত্রা শুরু করা হবে । দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনবে কুমিল্লার নির্বাচন। কুমিল্লার নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে। এ নির্বাচনকে কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমার বিশ্বাস, কুমিল্লার মানুষ এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না।’

শনিবার (২৫ মার্চ) সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িতপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান সিইসি কে এম নুরুল হুদা দায়িতপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এ নির্বাচনে কারো প্রতি কোন রকম শৈথিল্যতা দেখানো যাবে না। ভোটকেন্দ্রে কোনো ব্যক্তি বা দলীয় প্রভাবশালী ব্যক্তি অকারণে প্রবেশ করলে তাঁকে কঠোরভাবে দমন করতে হবে। ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার চেয়ে বড় প্রভাবশালী আর কেউ নেই। নির্বাচনে প্রায় দুই হাজার কর্মকর্তা দায়িত্ব পালন করবেন, তাদের নিরাপত্তার জন্য সকল বাহিনী কাজ করবে। আশা করছি তারা কোন ধরনের আইনশৃঙ্খলার অবনতি হতে দেবে না।

কুমিল্লার বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের নির্বাচন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মো: জাহাংগীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, কুমিল্লার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার।

 

আর পড়তে পারেন