শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষা দেরিতে প্রশ্ন বিলি, তদন্ত কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষা শুরুর এক ঘন্টা পর রচনামূলক প্রশ্ন বিতরণ করায় কেন্দ্র সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেবিদ্বার ইউএনও রবীন্দ্র চাকমা বলেন, উপজেলার দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর পৌনে এক ঘন্টা পর কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে বাংলা প্রথম পত্র রচনামূলক (সৃজনশীল) প্রশ্ন বিতরণ করা হয়। এ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আবু সেলিম ভূইয়া কেন্দ্র থেকে বেরিয়ে যান। প্রাথমিক তদন্তে কেন্দ্র সচিব মো. আবু সেলিম ভূইয়ার গাফিলতির বিষয়টি চিহ্নিত করে তাকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরো বলেন, সাত শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৬ পরীক্ষার্থীর হাতে পৌনে এক ঘন্টা পর কেন প্রশ্নপত্র দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে কুমিল্লা অ্যাডিশনাল ডিসি (শিক্ষা ও আইসিটি) মো. মাঈন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমিসহ দেবিদ্বার থানার ওসি) জহিরুল আনোয়ারকে কমিটির সদস্য করা হয়েছে

আর পড়তে পারেন