বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতির পদত্যাগ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৯, ২০২০
news-image

 

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন মেহেদি হাসান সেলিম।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের কড়িকান্দি ব্যাক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি চান তিনি। চলতি বছরের ১৮জানুয়ারী সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে সহ-সভাপতির পদে অধিষ্টিত হন।

সংবাদ সম্মেলনে মেহেদি হাসান আবেগ আপ্লুত হয়ে বলেন, গত বিশ বছর বাংলাদেশ জাতীয়তাবাদি দলের সহযোগী অংগ সংগঠনের পদে দায়িত্ব পালন করেছি। পারিবারিক ও ব্যাক্তিগত সমস্যার কারনে দায়িত্ব পালন করতে পারছি না বিধায় পদত্যাগ করছি। তিনি বলেন সংগঠনের সভাপতি সেক্রেটারীর নিকট ফেসবুক মেসেন্জারে পদত্যাগপত্র দিয়েছি। কয়েকদিনের মধ্যে থানায়ও এর কপি দিবো। দলীয় পদত্যাগপত্র থানায় কেনো জমা দিবে এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

তবে লিখিত কোন পদত্যাগপত্র পাননি বলে তিতাস উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকার জানান।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে উপজেলার কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু ইউসুফ চিশতি তিতাস থানায় মেহেদি হাসান সেলিমের নামে সন্ত্রাসী কার্যকলাপসহ হত্যার হুমকির লিখিত অভিযোগ দিয়েছেন। পূর্বের নাশকতাসহ একাধিক মামলা এবং নতুন করে আরেকটি অভিযোগ হওয়ায় পদত্যাগ করেছেন বলে দলীয় একাধিক সূত্র জানায়।

আর পড়তে পারেন