শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ছেলে শিমুল চন্দ্র সরকার বিভিন্ন রকমের শরবতের মাধ্যমে সকলের মন জয় করেছে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৮
news-image

 

মহিউদ্দিন ভূইয়া:

 নগরীর প্রান কেন্দ্র এলাকা ঈদগাহের সামনে রাস্তার এক পাশে দাড়িয়ে এমন সুন্দর ও মনোরম জুস বিক্রি করছে কুমিল্লা জেলার বজ্রপুর এলাকার বাসিন্দা শিমুল চন্দ্র সরকার, শিমুলের এই শরবতে মাঝে রয়েছে বিভিন্ন ফলের জুস ও যেমন কমলার জুস, কাচা আমের জুস, পাকা আমের জুস, পেপের জুস,বাঙীর জুস, মিশ্রিত করা জুস,লেবু পুদিনা পাতার জুস,তরমুজের জুস,আনারসের জুস ও এছাড়াও রয়েছে নানান রকমের দুধ শেক পাওয়া যায়

যেমন কলা দুধ, চকলেট শেক, অরিও শেক, আইস কফি, আইস কেরামেল, আইস কেরামেল মকাচিনু ও টানটান , প্রাই আড়াই মাস যাবত কুমিল্লা ঈদগা গেইটের সামনে এই শরবতের ব্যাবসা পরিচালনা করে আসছে, এর আগে শিমুল দুবাইতে একটি জুস কর্নারে প্রায় ১২ বছর কাজ করেন,

পরে গত এক বছর আগে দুবাই থেকে দেশে ফিরে নিজেই একটি জুসের দোকান খুলবেন বলে আশা করেন, কিন্তুু পর্যাপ্ত পরিমাম পুজিঁ না থাকায় ভ্রাম্যমান জুসের দোকান চালু করেন, গত আড়াই মাস যাবত সাফল্যর সাথে ব্যাবসা পরিচালনা করে আসছেন শিমুল, শুরু থেকে ক্রেতাদের চাহিদা কম থাকলেও বর্তমানে এর চাহিদা তুঙ্গে, প্রাই দেখা যায় উক্ত জুসের দোকান ঘিড়ে ক্রেতার ভির ।

শিমুলের সাথে আলাপকালে জানান তিনি বর্তমানে ১৮ শ থেকে ২ হাজার টাকার জুস বিক্রি করতে পারেন, তবে সাড়ে তিন হাজার টাকা থেকে বেশি টাকা বিক্রি করতে পারলে তিনি লাভবান হবেন বলে আশাব্যক্ত করেন জুস খেতে আসা জিলা স্কুলের ছাত্রদের সাথে কথা বলে জানা যায় তারা প্রতিদিন স্কুল ছুটির পর এখানে জুস খেতে আসে, সারাদিন ক্লাস করার পর যখন এখান থেকে জুস পান করি তখন শরির চাঙ্গা হয়ে যায় , তবে এ জুস কতটুকু সাস্থসম্মত তা ভাবার বিষয় ???

আর পড়তে পারেন