শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ছক্কা তাণ্ডবে দিশেহারা খুলনা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের মাঠে কুমিল্লার ভিক্টোরিয়ান্সের ব্যাটিংয়ের ঝড় তুলেছে ইমরুল কায়েস ও এভিন লুইস । ১৭.৪ শেষে কুমিল্লার সংগ্রহ ১৯৮ রান । এভিন লুইস ৯৫ রান করেছে মাত্র ৩৮ বলে, তিনি এখনও ব্যাট করছে। ইমরুলের আউটের পর ব্যাটিংয়ে নেমেছে থিসারা পেরেরা। ৪ বলে ১১ রান করে আউট হয় তিনি। কুমিল্লার ব্যাটিং ঝড়ে ঝড়ে দিশেহারা খুলনা।

চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে টসভাগ্য পাশে পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ানস। দিনের প্রথম ম্যাচে টসে জিতেছে খুলনা টাইটানস। তারা সিদ্ধান্ত নিয়েছে আগে বোলিং করার। টসে হেরে আগে ব্যাটিং করছে কুমিল্লা।

এরই মধ্যে ১০ ম্যাচের মধ্যে ৮টিতেই হেরে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনার। শেষ দুই ম্যাচ থেকে তাদের লক্ষ্য একটাই- ইতিবাচক থেকে টুর্নামেন্ট শেষ করতে পারা।

অন্যদিকে সুপার ফোরে খেলার দিকে অনেকটাই এগিয়ে রয়েছে কুমিল্লা। ৮ ম্যাচ খেলে তারা জিতেছে ৫টি ম্যাচ। বাকি থাকা ৪ ম্যাচের মধ্যে আর মাত্র ২টিতে জিতলেই নিশ্চিত হয়ে যাবে তামিমদের সুপার ফোরের টিকিট।

আর পড়তে পারেন