শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চকবাজারে আলুর দোকানগুলোতে অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৫, ২০২০
news-image

 

নাছরিন আক্তার হীরা:
কু‌মিল্লা জেলা প্রশাস‌নের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা অধিকার,কুমিল্লার সহকারি প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে সদ‌রের চকবাজা‌রের নিত্যপণ্য ও আলুর পাইকারী আড়তগু‌লো‌তে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৩টি প্র‌তিষ্ঠান‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আলু নি‌য়ে কৃ‌ষি বিপণন অ‌ধিদপ্তর কর্তৃক নির্ধা‌রিত মূল্য সকল পর্যা‌য়ে বাস্তবায়‌নের নি‌র্দেশনা দেওয়া হয়। এছাড়াও দোকানী‌দের ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে, পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ কর‌তে, দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, জেলা পু‌লি‌শের এক‌টি টিম, কু‌মিল্লা দোকান মা‌লিক স‌মি‌তির নেতৃবৃন্দ ও সং‌শ্লিষ্ট বাজার ব্যবসায়ী স‌মি‌তির প্র‌তি‌নি‌ধি এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

আর পড়তে পারেন