শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার কোটবাড়িতে ভুয়া মেজর আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে মেজর পরিচয় দানকারি প্রতারক মোঃ ইমামুল ফেরদৌস সোহাগ (৩০) নামের একজনকে আটক করেছে র‍্যাব-১১ সিপিসি-২।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রতারক ইমামুল ফেরদৌস সোহাগ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নওহাটা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এসময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, যেখানে সেনা ইউনিফর্মে তার নাম মেজর বিজন চৌধুরী রয়েছে। এছাড়াও তার কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সার্টিফিকেট, প্রশংসাপত্র, জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়।

এই বিষয়ে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর নাজমুস সাকিব।

আর পড়তে পারেন