শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার আদালতের বিচার কার্য সাময়িক সময়ের জন্য বন্ধের দাবী আইনজীবীদের

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ
সার দেশে করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ায় ইতি মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

জনসমাগম রোধ করতে দেশের সকল জেলা ও উপজেলার পর্যটনকেন্দ্র পার্ক বিনোদন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেশের কয়েকটি অঞ্চলের জনগোষ্ঠীদের করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে ঘরের ভেতর থাকতে বাধ্য করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এতোসব সতর্কতা নেয়ার পরও কুমিল্লার আদালত এলাকায় এখনো প্রতিদিন দেশী বিদেশী কয়েক হাজার বিচার প্রার্থী, আসামী, আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচাকের অবাধ বিচরণ চলছে। বিচারক, বিচার কার্যে জড়িত সরকারী-বেসরকারী আইনজীবী, বিচার পাইতে আসা মামলার বাদী বিবাদী শংকায় ভুগছেন করোনা সংক্রমনের ভয়ে।

কুমিল্লার অদালতের কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হারুনুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শরীফুল ইসলামসহ আইনজীবীগণ কিছুদিনের জন্য হলেও গণ জনসমাগম কমাতে কুমিল্লার আদালত বন্ধ রাখার দাবী জানায়।

আর পড়তে পারেন