বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লাতে সিএনজিতে লুকিয়ে পরিবহনকালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৯, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

গোপন তথ্যের ভিত্তিতে ৮ জুলাই রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজিতে লুকিয়ে গাঁজা পাচারকালে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার বি-পাড়া থানার টাকুই গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে মোঃ মোবারক হোসেন (৩৬)।

এ সময় তার নিকট থেকে সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত তার নিজের মালিকানাধীন সিএনজিটিও জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম ।

আর পড়তে পারেন