বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লাজুড়ে করোনার থাবায় ৪৭ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী,কোয়ারেন্টিনে আরও ২১ চিকিৎসক

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৭, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লাজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসের তান্ডব অব্যাহত রয়েছে। জেলার প্রত্যেক উপজেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২৫ জন চিকিৎসক। এছাড়াও নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, পরিচ্ছন্নতা কর্মীসহ আরও ২২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাাঁড়াল ৬৭২ জনে।

কুমিল্লা জেলার সংক্রমণ বিষয়ক সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন ।

এদিকে, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানসহ সদর হাসপাতালের ২১ চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বিভিন্ন উপজেলা থেকে আনা চিকিৎসকদের দিয়ে কুমিল্লা সদর হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

জানা যায়, রবিবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ২১ জন চিকিৎসক নিয়ে এক বৈঠক হয়। রাতে তারা জানতে পারেন বৈঠকে থাকা গাইনী বিভাগের ৩ চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

আর পড়তে পারেন