বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে শুরু হলো থিয়েটারের সাংগঠনিক সপ্তাহ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১০, ২০১৯
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) থিয়েটারের সাংগঠনিক সপ্তাহ শুরু হয়েছে। রবিবার(১০মার্চ) থেকে শুরু হয়ে আগামী শুক্রবার এবং শনিবার কর্মশালার মধ্য দিয়ে এ কর্মসূচী শেষ হবে।

জানা যায়, ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় থিয়েটার বুথে কর্মশালার নিবন্ধন ফর্ম বিক্রি করবে থিয়েটারের সদস্যরা। ফর্ম বিতরণ ও সংগ্রহ শেষে আগামী ২২ ও ২৩ মার্চ (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী থিয়েটারের কর্মশালা।

থিয়েটারের সাংগঠনিক সপ্তাহ সম্পর্কে সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ফাহাদ বলেন, ‘২০০৯ সালে প্রতিষ্ঠিত থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিটি কর্মশালায় অভিনয়ের পাশাপাশি সাংগঠনিক কাজ ও দক্ষতা, সঙ্গীত, চিত্রাঙ্কন, উপস্থাপনা, নৃত্য, শব্দ ও আলোক সম্পাদন ও চিত্রগ্রহণ প্রভৃতি বিষয় নিয়ে কাজ করা হয়ে থাকে। আমরা এই সাংগঠনিক সপ্তাহ শেষে কর্মশালার মাধ্যমে নাট্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়াসহ নাটকের প্রতি আগ্রহ জন্মাতে পারবো বলে আশা রাখছি।’

আর পড়তে পারেন