শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে বাস আটকে রেখে শিক্ষার্থীদের প্রতিবাদ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৮
news-image

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ফিটনেসবিহীন বাস অপসারণ এবং শিক্ষার্থীদের বাস বৃদ্ধির দাবিতে বিকেলের বাস আটকে রেখে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: আবু তাহেরের আশ্বাসে শিক্ষার্থীরা গেইট খুলে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহণকারী বিআরটিসি বাসগুলোর ফিটনেস নেই। তাছাড়া বাসে বাদুড়ঝোলা করে যাতায়াত করতে হয়। এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একই দাবিতে প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম দেয়। আল্টিমেটাম শেষ হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থী বাস আটকে দেয় বলে জানা যায়।

পরে সন্ধ্যা ৬ টার দিকে উপাচার্যের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহের শিক্ষার্থীদের মঙ্গলবার আলোচনার সময় দিলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেইট খুলে দেন।

আর পড়তে পারেন