মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে প্রতি আসনে লড়বেন ৬৫ জন শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০১৯
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে তিনটি ইউনিটের প্রতি আসনের বিপরীতে ৬৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছয়টি অনুষদের অধীনে মোট এক হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী টেলিটক সিমের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন।

পরীক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট ৩৫০টি আসনে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৯৭৫ টি।

‘বি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ২৮ হাজার ২৯৫ জন এবং ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ৮ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ৯ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

আর পড়তে পারেন