শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০১৯
news-image

 

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিউট (ওয়াইসিআই) কুমিল্লা ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে ‘ক্যারিয়ার প্যাথওয়ে উইথ ইফেক্টিভ কমিউনিকেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়াইসিআই এর কুুমিল্লা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শার্পনার এর সিইও ক্যারিয়ার কোচ নজর ই জিলানী।

প্রধান বক্তার বক্তব্যে নজর ই জিলানী বলেন, ” নিজেকে আপনি যে জায়গায় দেখতে চান সে অনুযায়ী প্রতিটি দিনের কর্মপরিকল্পনা থাকা উচিত। কখনো স্বার্থবাদী হবেন না, ক্যারিয়ার গড়তে কখনো লোভী হবেন না, ধৈর্য্য ধরলে সফলতা আসবে আজ না হয় কাল।”

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়াইসিআই কুুমিল্লা ইউনিভার্সিটি চ্যাপ্টার এর উপদেষ্টা একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান খান, ওয়াইসিআই এর প্রতিষ্ঠাতা পরিচালক মনোয়ার হোসেন রিবেল, মেন্টর হুমায়ুন কবির পলাশ, সাধারণ সম্পাদক আরেফিন দিপু, ওয়াইসিআই কুুমিল্লা ইউনিভার্সিটি চ্যাপ্টার এর আহ্বায়ক কমিটির সদস্যগণ সহ কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

আর পড়তে পারেন