মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে অনুপ্রাসের সাংস্কৃতিক সন্ধ্যা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০১৯
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি ঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাসের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ‘সাম্যের জয়গান’ শ্লোগানে রবিবার বিকাল ৪ টায় বিশ্ববিদালয়ের ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে, এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমুন্নত করার লক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সচেষ্ট ভুমিকা রাখবে।”

এসময় অনুষ্ঠানে কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জান, বিশ্ববিদালয় সাংস্কৃতিক উপদেষ্টা এনামুল হক, অনুপ্রাস সভাপতি আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের সংগঠনটি সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন এবং প্ল্যাটফর্ম কে সাথে নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আর পড়তে পারেন