শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে অনুপ্রাসের চার দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২২, ২০১৮
news-image

শাহাদাত বিপ্লব, কুবি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্রের চার দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে আজ। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদে দুই সেশনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শেষ হয়।

কর্মশালার ৪র্থ দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম এবং ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রের (কুমিল্লা) প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব সোহেল। এছাড়াও অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্রের সভাপতি আনোয়ার হোসেন পলাশ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে ২৬ এপ্রিল কর্মশালার উদ্বোধন করেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান। ২৮ এপ্রিল (২য় দিন) এবং ১২ মে (৩য় দিন) প্রশিক্ষক হিসেবে ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) কাজী মাহতাব সুমন।

উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপনা নিয়ে কাজ করছে অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্র। এর আগে সংগঠনটি ৩টি কর্মশালা করেছে। এটি ছিল অনুপ্রাসের ৪র্থ কর্মশালা।

আর পড়তে পারেন