মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাশিনগর ইউনিয়ন বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৮, ২০১৭
news-image

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। হিলালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মোশারেফ হোসেন। জুগিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সেক্রেটারী মোহাম্মদ বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন, কাশিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বাহারুর রহমান, কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ ইসমাইল হাজারী, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোসাঃ খাদিজা বেগমসহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম। খেলা পরিচালনা করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আবদুস সালাম চৌধুরী, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবদুল কাদের ও ওমর ফারুক মজুমদার। বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে মনিকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে টান টান উত্তেজনায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের খেলোয়াড়দের বিভিন্ন ড্রিবলিং দেখে দর্শকরা মুগ্ধ হয়।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল ও নগদ টাকা তুলে দেন। প্রধান অতিথি মোঃ মোশারেফ হোসেন চেয়ারম্যান দুই দলকে চ্যাম্পিয়ান ট্রফি, চ্যাম্পিয়ন দুই দলকে নগদ তিন হাজার টাকা করে এবং পরাজিত দুই দলকে নগদ দুই হাজার টাকা করে প্রাইজ মানি উপহার দেন।

আর পড়তে পারেন