শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৬, ২০১৮
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতারঃ

কাতারের রাজধানী দোহা বাংলাদেশ দূতাবাসে বিপুল উৎসাহ উদ্দীপনায় এবং যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

১৬ই ডিসেম্বর  সকাল ৯টায়বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনদের নিয়ে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ এবং বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম, প্রথম সচিব ও দূতালয় প্রধান মাহবুব রহমান, দ্বিতীয় সচিব আজগর হোসেন, ৩য় সচিব মো. মনিরুজ্জামান

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুতাবাসের কর্র্মতা, সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, এবং কমিউনিটির বিশিষ্ট জনেরা। পরিশেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।