শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে জে.এস.সি পরীক্ষা শুরু

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০১৯
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতার ঃ

বাংলাদেশের সঙ্গে মিল রেখে শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর আওতাধীন কাতারস্থ বাংলাদেশ দূতাবাস পরিচালিত একমাত্র স্বদেশী শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজে জেএসসি পরীক্ষা শুরু হয়।

এবারের পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ জন। এর মধ্যে ৪০ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী।

পরিক্ষার্থীদের মধ্যে ২জন ছাত্রছাত্রী রয়েছেন কাতারি নাগরিকও।

প্রথম দিনে পরীক্ষা পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত আসুদ আহমেদ। সাথে ছিলেন স্কুলের পরিচালক বিগ্রেডিয়ার খুরশিদ আনোয়ার, কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন অধ্যক্ষ মোঃ জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়ীত্বে আছেন তৃতীয় সচিব মনিরুজ্জামান।

জেএসসি পরীক্ষায় ৭টি বিষয়ে মোট ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে জেএসসি শিক্ষার্থীদের।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ দেখে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।

আর পড়তে পারেন