শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কসবা সীমান্তের শূন্যরেখায় তারা কারা?

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩১ জন নারী-পুরুষ ও শিশুকে ‘জোরপূর্বক’ পুশব্যাক করার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মান্নান জাহাঙ্গীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন, শুক্রবার সন্ধ্যায় বিএসএফ ৩১ জন নারী-পুরুষকে কাঁটাতার দিয়ে পুশব্যাক করেছে। এখন তারা কাজিয়াতলী সীমান্ত এলাকার ২০২৯/৩/এস পিলারের সামনে অবস্থান করছে। যেটি দুই দেশের সীমান্তের শূন্যরেখা। অবস্থানকারীদের আকার-আকৃতি দেখে আমরা ধারণা করছি তারা রোহিঙ্গা। তবে তারা যেনো ঢুকতে না পারে সেজন্য বিজিবির সঙ্গে আমরাও সতর্ক আছি।

এ বিষয়ে ২৫-বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক বলেন, আমাদের হিসেব মতে এরা ভারতীয় নাগরিক। রোহিঙ্গা বা অন্যকিছু কিনা সেটা আমরা এখনও নিশ্চিত নই।

আর পড়তে পারেন