শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কসবায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, সৈয়দাবাদ গ্রাম লকডাউন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০২০
news-image

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে বৃহস্পতিবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তি, তাঁর পরিবার ও আশপাশের ১৫ জনের নমুনা সংগ্রহ করেছেন। উপজেলা প্রশাসন পুরো গ্রামটি লকডাউন করেছে।

উপজেলা প্রশাসন, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতেই মারা যান। খবর পেয়ে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত ব্যক্তি, তাঁর পরিবার ও আশপাশের ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতেই কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম ওই বাড়িসহ পুরো গ্রাম লকডাউন করে দেন।

কসবার ইউএনও মাসুদ উল আলম বলেন, করোনার উপসর্গ নিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিসহ ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আর পড়তে পারেন