শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন কানাডা প্রবাসী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০২০
news-image

 

মো: আতিক, হোমনাঃ

কুমিল্লা হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের বিভিন্ন এলাকার ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন কানাডা প্রবাসি সাবেক যুবলীগ নেতা শাহ আজম বিটু।

করোনা ভাইরাসের কারণে সরকার ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহণ। এতে বেকার হয়ে পড়েছে দিনমজুর মানুষেরা। দেশের এমন পরিস্থিতিতে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কারণে প্রশংসায় ভাসছেন তিনি।

সোমবার বেলা ১১ টায় শাহ আজম বিটু স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সমর্থক গোষ্ঠীর মাধ্যমে হোমনা পৌরসভার ৩টি ওয়ার্ডের সাধারণ খেটে খাওয়া হতদরিদ্র ৩৫০টি পরিবারের মাঝে তাঁর নিজস্ব অর্থায়নে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবান ও ২টি করে মাস্ক বিতরণ করেন। অন্যদিকে খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ।

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গাজী ইলিয়াছ, কুমিল্লা উঃ জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন সরকার, ওয়ার্ড কাউন্সিলর মো. কামাল উদ্দিন,আবদুল কাদির, কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার, সরকার, নিটল নিলয় গ্রূপের কর্মকর্তা আরাফাত হোসেন সরকার, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি মো.গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মাহফুজুর ইসলাম, মো. দুলাল মিয়া, হোমনা সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সদস্য আবুল কাশেম সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এব্যাপারে কানাডা প্রবাসী শাহ আজম বিটু বলেন, ‘আমি মানুষের সেবা করতে চাই। আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তারা যদি দরিদ্র মানুষদের পাশে না দাঁড়ায় তাহলে তাদের কষ্টের সীমা থাকবে না। সমাজের বিত্তশালীদের সবার উচিত এখন দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

আর পড়তে পারেন