বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা রোধে কুমিল্লায় সচেতনতামূলক ভিডিও প্রচার করছে সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লা নগরীতে সচেতনতামূলক ভিডিও বড় এলইডি টিভিতে প্রচার করছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর পূবালী চত্ত্বর এলাকায় এলইডি টিভিতে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামুলক নির্দেশনা সম্বলিত ভিডিওটি প্রচার শুরু হয়।

এছাড়া নগরীজুড়ে টহল, সচেতনতামূলক লিফলেট, হ্যান্ড মাইকিং, নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ফার্মেসী, দোকানের সামনে রং দিয়ে রাস্তায় মার্ক করে দিচ্ছেন।

কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম বলেন, আমরা ডিজিটাল ভিডিও প্রচারণা শুরু করেছি তাদের জন্য যারা অতি প্রয়োজনে বাড়ির বাইরে যাচ্ছে । তারা কাজের ফাকে রাস্তায় এ প্রচারণা দেখে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় দিক নির্দেশনা পাবে। তবে সবাই বাড়িতে থাকার চেষ্টা করবেন, এটাই পারে কুমিল্লাকে করোনামুক্ত রাখতে ।

আর পড়তে পারেন