শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কুমিল্লা মনোহরগঞ্জে  হোম কোয়ারেন্টাইনে ৫০ জন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৬, ২০২০
news-image
অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কুমিল্লায়  হোম কোয়ারেন্টাইনে আছে শতাধিক ব্যক্তি। একদিনে সর্বোচ্চ ৭৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক মনোহরগঞ্জ উপজেলার বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা পাওয়া অধিকাংশই বিদেশ ফেরত। এর মধ্যে ইতালি ও মধ্যপ্রাচ্য থেকে আসা প্রবাসীর সংখ্যা বেশি। তবে আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করছি।
তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণে যদি করোনায় আক্রান্তের প্রমান মেলে তবে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। আর বিদেশ ফেরতদের কারো মধ্যে যদি করোনায় আক্রান্তের কোন লক্ষণ দেখা দেয় তবে তারা যেন অবশ্যই স্বাস্থ্য বিভাগকে জানায়।
এর আগে কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, কুমিল্লাতে যেহেতু প্রবাসী বেশি, তাই কুমিল্লাতে সতর্কতাও বেশি প্রয়োজন। এজন্য প্রবাসীদের স্বজনরাই প্রবাসীদের সহযোগিতা করতে হবে।

আর পড়তে পারেন