শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় বাতিল ফিফা বর্ষসেরা পুরষ্কার: কপাল পুড়লো মেসি-রোনালদোদের

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৪, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্ট:

করোনার কারণে ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মিলানে আগামী সেপ্টেম্বরে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির প্রকোপে এ অনুষ্ঠান বাতিল করেছে ফিফা। এ বছর তাই ফিফা বেস্ট পুরস্কার কেউ জিতছে না, এমন খবরই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’।

মহামারি শুরু হওয়ার পর থেকেই খেলা বন্ধ রাখা নিয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর মতে, খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। ফিফা পুরস্কারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুটও বাতিল হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এটা যেহেতু ফিফা’র এখতিয়ারে নেই তাই এটা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে পেছনে ফেলে গত বছর বেস্ট জিতে নেন লিওনেল মেসি। এ বছর পুরস্কারটি বাতিল করায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব আরও এক বছর আর্জেন্টাইন তারকার কাছেই থাকছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০১৯-২০ মৌসুমে ফিফা বেস্ট পুরস্কার বিজয়ীর নামটা ফাঁকা রাখা হবে।

আর পড়তে পারেন