শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় আক্রান্ত লা লিগার ৮ জন

আজকের কুমিল্লা ডট কম :
মে ১১, ২০২০
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

স্পেনে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আপাতত করোনা দূর হওয়ারও লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে লা লিগা শুরুর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। শুধু পরিকল্পনা নয়, খেলোয়াড়দের করোনা পরীক্ষা ও অনুশীলনও শুরু হয়ে গেছে।

এদিকে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস রবিবার বলেছেন, আগামী ১২ জুন থেকে টুর্নামেন্ট শুরু করার আশায় আছেন তারা। অথচ তার কয়েক ঘন্টা আগেই খবর বেরিয়েছে, করোনা পরীক্ষায় ধরা পড়েছেন লা লিগার ৮ জন। এর মধ্যে ৫ জন খেলোয়াড়, ৩ জন স্টাফ।

মোভিস্টারকে দেয়া এক সাক্ষাতকারে তেবাস বলেন, ‘আমি চাইব ১২ জুন থেকে (টুর্নামেন্ট শুরু করতে)। তবে এটা নির্ভর করে কতজন আক্রান্ত হলো তার ওপর। দিনশেষে স্বাস্থ্য কর্তৃপক্ষের সিদ্ধান্তই আসল। তারা বলবেন কি করা যাবে। আমরা তাড়াহুড়ো করছি না, পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আমাদের নেই।’

করোনা পজিটিভ হিসেবে ৮ জন ধরা পড়ার বিষয়টিকে বড় কিছু মনে করছেন না তেবাস। লা লিগার প্রধান মনে করেন, যত দ্রুত সম্ভব লিগটা শুরু করতে হবে।

তেবাস বলেন, ‘যতটা ভাবা হয়েছিল, এটা (আক্রান্ত) তার চেয়ে কম। বুন্দেসলিগায় যেমন দেখলাম আর স্পেনে ভাইরাসের যা প্রাদুর্ভাব, আমরা তো ভেবেছিলাম ২৫-৩০ জন হতে পারে।’

লা লিগা চেয়ারম্যান যোগ করেন, ‘২৫০০ মানুষ থেকে মাত্র ৮ জন পজিটিভ। আর যে খেলোয়াড়রা আক্রান্ত তারাও সুস্থতার শেষ ধাপে আছেন। চলতি সপ্তাহে তাদের আবারও পরীক্ষা করা হবে।’

আর পড়তে পারেন