বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় আক্রান্ত ব্রাহ্মণপাড়ার ইউএনও ফৌজিয়া ছিদ্দিকা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০২০
news-image


স্টাফ রিপোর্টারঃ

করোনাভাইরাস (কোভিড ১৯) এ আক্রান্ত হয়েছেন কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া ছিদ্দিকা। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সোমবার (৩ আগস্ট) ইউএনও জানান, গলা ব্যথার কারণে গত ৩০ জুলাই করোনা পরীক্ষার জন্য তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। রবিবার রাতে পজিটিভ ফল আসে। করোনা পজিটিভ ফল আসার পর থেকে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। সেখানে স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। এখন কোনও উপসর্গ নেই বলে জানান তিনি।

ব্রা‏হ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ইউএনও ফৌজিয়া ছিদ্দিকা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে ব্রা‏হ্মণপাড়া উপজেলায় ৭৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ জন। ৯ জন রোগী চিকিৎসাধীন আছেন।

আর পড়তে পারেন