শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় আক্রান্তদের জন্য ৩০ লাখ টাকা অনুদান দিলো বাংলাদেশের ক্রিকেটাররা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৫, ২০২০
news-image

 

আহসান ফারুকীঃ

গোটা বিশ্ব যখন করোনা নামক রোগে স্তব্ধ, ভয়ে আতংকিত তখনই আশার আলো দেখালো বাংলাদেশের ক্রিকেটাররা। করোনা আক্রান্তদের জন্য ২৭ জন ক্রিকেটের নিজেদের বেতনের অর্ধেক টাকাই দিয়ে দিলো করোনা রোগীদের জন্য।

প্রাথমিক হিসাবে সব মিলিয়ে ৩১ লাখ টাকার মতো আসবে বলে ধারণা করছেন ক্রিকেটাররা। সেই টাকা তারা সরকারকে বা কোন প্রতিষ্ঠানকে দেবেন, এখনও ঠিক করা হয়নি । সবচেয়ে উপযুক্ত কোথায় হয়, সেটিই ভেবে দেখছেন তারা।

তহবিল গঠনের মূল উদ্যোক্তাদের একজন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, হয়তো খুব বড় অঙ্ক নয়, তবু নিজেদের জায়গা থেকে করার চেষ্টা করছি আমরা।

তিনি বলেন, সবাই যদি এভাবে যার যার জায়গা থেকে চেষ্টা করি, যত ক্ষুদ্রই হোক বা বড়, সবাই যদি একসঙ্গে লড়াইয়ে নামি, তখন করোনাভাইরাসকে হারানো অবশ্যই সম্ভব।

প্রাণঘাতী করোনাকে হারাতে প্রতিজ্ঞায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ইব্রাহিমোভিচসহ সিরিআ কিংবা লা লিগার ফুটবলাররা আর্থিক সহায়তা করছেন। ক্রিকেটারদের মধ্যে এগিয়ে এসেছেন শহীদ আফ্রিদি। করোনা মোকাবেলায় শ্রীলংকান ক্রিকেট বোর্ডও আর্থিক সহায়তা করছে তাদের সরকারকে।

আর পড়তে পারেন