শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কম্বোডিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্ক :
কম্বোডিয়া-বাংলাদেশ প্রীতি ম্যাচের মাধ্যমে অবশেষে আন্তর্জাতিক ম্যাচের খরা ঘুচতে যাচ্ছে দেশের ফুটবলে। প্রীতি ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। নমপেন জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায়। শুরু হয়েছে ম্যাচটি

যেখানে জয় ভিন্ন কিছুই ভাবছে না বাংলাদেশ। অন্যদিকে, স্বাগতিকরাও মুখিয়ে প্রথম বারের মত বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বাদ নিতে।

পরিসংখ্যান বলছে কম্বোডিয়ার বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে বাংলাদেশে জয় দুটি। একটি ম্যাচ হয়েছে ড্র। যার সবশেষটি মাঠে গড়িয়েছিল এক দশক আগে। এই সময়ের মধ্যে বদলেছে পরিস্থিতি। পেছন থেকে অনেকটাই এখন এগিয়ে কম্বোডিয়া। তাই লড়াইয়ে এগিয়ে থাকলেও, সেটা নিয়ে স্বস্তিতে নেই কোচ জেমি ডে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থা ১৯২ এবং কম্বোডিয়ার অবস্থান ১৭২। ২০ ধাপ এগোনো দলের বিরুদ্ধে লড়ছে জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশ একাদশ : আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), ইয়াসিন খান, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, নাবিব নওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, আতিকুর রহমান, বিপলু আহমেদ, মাশুক মিয়া জনি, সুশান্ত ত্রিপুরা, মো. মতিন মিয়া।

স্কোয়াডে আরোও আছেন : টুটুল, ইমন, সবুজ, রুবেল, ইব্রাহিম, মাহবুব, সোহেল, শহিদুল, রুবেল, আনিস, রহমত, মঞ্জুর।

আর পড়তে পারেন