বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা- দীপাবলি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০১৮
news-image

নয়ন কান্তি দেঃ

রঙিন করে উঠছে সব আলোক সজ্জায় ভরে
ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দ সবাই করে।
প্রদীপ জ্বেলে মোমবাতি দিয়ে করে নানা সাজ
বাংলার ঘরে ঘরে পাচ্ছি দীপাবলির আওয়াজ।
এই সময়ে দূর হয়ে যাক মনের সব গ্লানি
অশুভকে ধংস করে মানবে শান্তি আনি।
আসো সবাই একত্রে করি স্রষ্টার প্রার্থনা
সকল প্রাণীর মঙ্গলের জন্য হয়ে যাক বন্দনা।
আতসবাজি- মিষ্টির হাঁড়ি আছে খুব ব্যাকুল
ছোট বড় সবাই মিলে তুলছে আকাশে ফুল।

-লেখক পরিচিতি
নয়ন কান্তি দে
বাংলাদেশ পুলিশ

আর পড়তে পারেন