শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কওমী ব্লাড ব্যাংক নবীনগরের উদ্বোধন: মাও. মেহেদীকে প্রধান উপদেষ্টা করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০২০
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া):
‘জাতি ধর্ম নির্বিশেষে, রক্ত দিব হেসে হেসে’ -এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়  শুক্রবার শুভ উদ্বোধন করা হলো ‘কওমী ব্লাড ব্যাংক নবীনগর’ নামে একটি মানবিক সংগঠনের। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কওমী ব্লাড ব্যাংক নবীনগর এর আয়োজনে ওই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা মেহেদী হাসান।

মাওলানা মুফতি হেদায়েত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা এস.আর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি বেলায়েত উল্লাহ।

হাফেজ মাওলানা ইয়াসিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আমিরে হেফাজত মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা এসআর জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মকবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া কওমী ব্লাড ব্যাংক এর সভাপতি মাওলানা মো. ইউসুফ ভূইয়া, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফী, মাওলানা বজলুর রহমান, মাওলানা মহিউদ্দিন আশরাফী, মাওলানা আব্দুর রউফ, হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা শাহজালাল, সাংবাদিক রবিনসহ আরো অনেকে।

উপজেলার সকল কওমী মাদ্রাসার ছাত্রদের স্বতস্ফ‚র্ত অংশগ্রহণে ‘কওমী ব্লাড ব্যাংক নবীনগর’ এর উদ্বোধনী হয়ে উঠে প্রাণবন্ত। সংগঠনের সকল কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ও উদ্বোধক মাওলানা মেহেদী হাসান।

পরে মাওলানা আমিরুল ইসলামের পরিচালনা দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আর পড়তে পারেন