শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ওসাসুনার মাঠে ড্র করে মাঠ ছাড়লো মেসিবিহীন বার্সা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৯
news-image

এহসান ফারুকীঃ

মেসি নেই। তাই পুরনো ছন্দেও নেই বার্সা। ম্যাচের প্রথমার্ধে শুরুতেই এগিয়ে যায় ওসাসুনা। রবের্তো তোরেসের গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৭ মিনিটে গোলটি তাকে বানিয়ে দেন ব্র্যান্ডন।১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

বিরতির পর নেলসন সেমেদোর বদলি হয়ে মাঠে নেমে কাতালানদের মনে স্বস্তি ফেরান আনসু ফাতি। কার্লস পেরেসের অ্যাসিস্টে ৫১ মিনিটের গোলে সমতা আনেন এই ১৬ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে লা লিগায় বার্সার সর্বকনিষ্ঠ গোলদাতার মর্যাদা পান গিনি বিসাউয়ের এই ফরোয়ার্ড।

৮ মিনিট পর ওসাসুনা গোলরক্ষক রুবেনের কঠিন পরীক্ষা নেন পেরেস। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি বার্সা ফরোয়ার্ড। অবশ্য তার দ্বিতীয় অ্যাসিস্টে বার্সা এগিয়ে যায় ৬৪ মিনিটে,গোল করেন আর্থার। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তোরেস এবং ম্যাচটি ২-২ এ শেষ হয়। এতে করে তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্র নিয়ে ৪ পয়েন্টে পঞ্চম স্থানে বার্সেলোনা।

আর পড়তে পারেন