শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐক্যফ্রন্টের সাথে আলোচনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আ.লীগ ও ১৪ দলের ২১ নেতা থাকবেন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বৃহস্পতিবার ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা অনুষ্ঠিত হবে। ২১ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সদস্যরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্ঠা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাসদ নেতা মাঈনুদ্দিন খান বাদল, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগ নেতা মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মনি, আব্দুর রহমান, আবদুস সোবহান গোলাপ, ড. হাছান মাহমুদ ,অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।

গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আর পড়তে পারেন