শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এরশাদের দেখা পাচ্ছেন না কেউ, ফোনও ধরছেন না

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৮, ২০১৮
news-image

 

ডেক্স রিপোর্টঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ বর্তমানে বারিধারা তার নিজ বাসভবনে আছে। কথা বলছেন না কারো সঙ্গে, ফোন ধরছে না কারোর। মিডিয়ার সঙ্গেও কথা বলতে নারাজ বলে জানিয়েছে জাপার একটি সূত্র।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ বর্তমানে বারিধারা তার নিজ বাসভবনে আছে। কথা বলছেন না কারো সঙ্গে, ফোন ধরছে না কারোর। মিডিয়ার সঙ্গেও কথা বলতে নারাজ বলে জানিয়েছে জাপার একটি সূত্র।

সূত্র জানায় জাপা চেয়ারম্যান সিঙ্গাপুর থেকে সুস্থভাবে ফিরলেও পারছেন না ঠিকমত কথা বলতে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু ও এরশাদের জামাতাকে একাধিক বার ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

জাতীয় পার্টির অন্য এক প্রেসিডিয়াম সদস্য আজম খান বলেন, স্যার ভাল আছেন বাসায় আছেন তবে তার শরীরে কোন চাপ নিতে পারছেন না।
এরশাদ একটি দলের চেয়ারম্যান তার দিকে প্রার্থীরা তাকিয়ে আছে এমন প্রশ্নর জবাবে আজম খান বলেন, শরীরে পরছেনা এজন্য তো ঢাকা-১৭ আসন ছেড়ে দিয়েছে। তার লিভারে সমস্যা, রক্তের হিমোগ্লোবিন কমে গেলে তিনি দুর্বল হয়ে পড়েন। নির্বাচনের পরে তাকে আবার সিঙ্গাপুরে নেয়া হবে। কবে নেয়া হবে জানতে চাইলে আজম খান বলেন, আগামী ১০ তারিখে পরে তবে এর আগেও প্রয়োজন পরলে নিতে হতে পারে।

সংবাদ সম্মেলনে এরশাদ একই সময় দু রকম কথা বলেছেন এবিষয় আজম খান বলেন, স্যার প্রথম কাগজ পরে কথা বলছেন ওটাই মিডিয়া প্রচার করেছে কিন্তু একটু পরে এরশাদ বলেছেন, যে সমস্ত প্রার্থী জেতার সম্ভাবনা আছে তারা মাঠে থেকে নির্বাচন করবে।

আর পড়তে পারেন