শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এমবিবিএস ডাক্তার যখন ইয়াবা ব্যবসায়ী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৬, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জে ইয়াবা পাচারকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক এমবিবিএস ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১১।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চেকপোস্টে প্রাইভেট কার থামিয়ে এমবিবিএস ডাক্তার আরিফ মঈন উদ্দিন (৩০) ও তার সহযোগী জুলি আক্তার রূপাকেও (২৮) আটক করা হয়।এ সময় ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, আরিফ মঈন উদ্দিন পেশায় একজন এমবিবিএস ডাক্তার। তিনি চট্টগ্রামের বেসরকারি মেডিকেল কলেজ ইউএসটিসি থেকে ২২তম ব্যাচে এমবিবিএস পাস করেন। বর্তমানে চট্টগ্রামের বেসরকারি রয়েল হাসপাতালে কর্মরত। ডাক্তারির পাশাপাশি তিনি নিয়মিত ইয়াবা সেবন করতেন এবং এক পর্যায়ে নিজেই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। দ্রুত বড়লোক হওয়ার জন্য তিনি ডাক্তারি পেশার পাশাপাশি সহযোগীদের নিয়ে ইয়াবা পাচার করে আসছিলেন বলেও স্বীকার করেন। প্রথম দিকে তিনি চট্টগ্রামের খুচরা মাদক ব্যবসায়ীদের ইয়াবা সরবরাহ করতেন। পরে প্রতি মাসে ৫/৬ বার চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি শুরু করেন।

আর পড়তে পারেন