শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার কুমিল্লায় করোনা রোগীদের জন্য ‘বিবেক’ এর ফ্রি এম্বুলেন্স সার্ভিস

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০২০
news-image

 

মাছুম কামালঃ

এবার করোনা আক্রান্ত বা উপসর্গ আছে এমন ব্যক্তিদের ইমার্জেন্সি চিকিৎসা নেয়ার সুবিধার্থে কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডে ফ্রি এম্বুলেন্স সার্ভিস দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’।

এর আগে কুমিল্লায় করোনায় মৃত ব্যক্তিদের, যাদের দাফনে আত্মীয়স্বজনের অপারগতা আছে কিংবা ফেলে যাওয়া, বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্ব নিয়ে ব্যাপক প্রশংসিত হয় সংগঠনটি। এ পর্যন্ত ২৯ জনের লাশ দাফন করেছে সংগঠনটি।

বিবেক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন: ‘আজ থেকে এই এম্বুলেন্স সার্ভিস চালু হলো। করোনার এই দুঃসময়ে আমরা পুরোটা সময় জুড়ে এই সেবা অব্যাহত রাখতে চাই।’

এ সময় তিনি আরও বলেন, ‘সামনে করোনা রোগীদের জন্য আমাদের অক্সিজেন সার্ভিসটাও দেওয়ার ইচ্ছে আছে। যাতে ক্রিটিকাল অবস্থায় অন্তত ভেন্টিলেশনের অভাব না হয়। কিন্তু কোথাও অক্সিজেন সিলিন্ডার পাচ্ছি না। তবে, আমি চট্টগ্রামে খোঁজ পেয়েছি, কিন্তু স্বাভাবিক দামের ২/৩ গুণ বেশি দাম চাচ্ছে। তবুও, আমরা অচিরেই সেই সেবাটিও চালু করবো বলে আশাবাদী।

আর পড়তে পারেন